banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট করেসপন্ডেন্ট: বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে। এ বনার্ঢ্য র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকশই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেসক্লাবের সহ-সভাপতি গনেশ পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান প্রমুখ।

সভা শেষে দুর্যোগ প্রস্তুতি বিষয়ের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ট্যাগ: bdnewshour24 জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস