banglanewspaper

বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইওয়াশের স্বাদ পেয়েছে সফরকারী জিম্বাবুয়ে। আর এতে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারদের শুভেচ্ছা জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেছেন, ‘দারুণ পারফরম্যান্সে টাইগাররা জিতে নিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও। দলের এমন সাফল্যে অভিনন্দন টিম টাইগার্সকে।’

এর আগে গতকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। তাতে সিরিজ ২-০তে নিজেদের করে টাইগাররা। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে।

উল্লেখ্য, দ্বিপক্ষীয় কোনো সিরিজে বাংলাদেশ এবারই প্রথম তিন সংস্করণেই পেল সিরিজ জয়ের স্বাদ।

ট্যাগ: bdnewshour24 লিটন তামিম সাকিব