banglanewspaper

বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে মানুষ কত আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নববিবাহিত এক দম্পতি বিয়ের ফটোসেশনের জন্য বেছে নিল জিরাফের খাঁচাকে। কিন্তু তাতেই বেঁধেছি বিপত্তি।

বর-কনে যখন সুন্দর একটি ছবি তোলার জন্য ব্যস্ত পেছন থেকে তখন বরের পাগড়ি খাওয়া শুরু করলো জিরাফ। পরে অবশ্য পাগড়ি উদ্ধার করা গেছে।

পাগড়ি উদ্ধার করে মাথায় পরতে পরতে বরতো জিরাফের উদ্দেশ্যে বলেই ফেললেন, এটা (পাগড়ি) খাবার নয়!

ট্যাগ: bdnewshour24 বিয়ের ছবি জিরাফ