banglanewspaper

বশেমুরবিপ্রবির প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের মেহেদী হাসান (২৩) সড়ক দূর্ঘটনার শিকার হয়ে চিকিৎসারত অবস্থায়  সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনাতে আনুমানিক রাত (২ঃ৩০) মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে গতকাল (শনিবার)  বিকেল (৫ঃ৩০ টার) দিকে খুলনা হতে গোপালগঞ্জমুখী বাস ফকির হাটে  বাস ট্রাক এর  ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৫জন মারা যায়।তিনিও ওই বাসের একজন যাত্রি ছিলেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে ওই থেকে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।মেহদী হাসান মাথায় গুরুতর আঘাত পায় এবং তার হাত পায়ের অনেক জায়গায় ভেঙে যায়, তাকে ICU তে রাখা হয়েছিলো।

শেষ পযর্ন্ত জীবন যুদ্ধের সাথে হার মেনে আনুমানিক রাত ২ঃ৩০  মিনিটে তিনি না ফেরার দেশে চলে যায়। 

এই মর্মান্তিক ঘটনা শোনার পর তার সহপাঠীসহ লোকপ্রশাসন বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: bdnewshour24 সড়ক দূর্ঘটনা