banglanewspaper

কাজী আশরাফ, নড়াইল (লোহাগড়া) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, এশিয়ান টিভি প্রতিনিধি সাংবাদিক কাজী আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দ্বীন ইসলাম, তথ্য বিষয়ক কর্মকর্তা মো. ফয়সাল আহম্মেদসহ অনেকেই। এ সময় বক্তারা ভোক্তা অধিকার সম্পর্কে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ নানা শ্রেনী পেশার মানুষ। 

ট্যাগ: bdnewshour24 আলোচনা সভা র‌্যালি