banglanewspaper

জাহিদ হাসান, বাকৃবিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফিচার বোর্ড প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। সোমবার (১৬মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংবাদ ও ফিচার প্রদর্শিত করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র্শিক্ষা, গবেষণা, সাফল্য, সৌন্দর্য ও সম্ভাবনার খবর তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্যের খবর পত্রিকায় তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার কথা আমরা সাংবাদিকদের প্রকাশিত সংবাদের মাধ্যমে জেনে থাকি। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ করতে অনেকটাই সহজ হয়।

পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা হিসেবে সাংবাদিকতা করা এ বিশ্ববিদ্যালয়ে বেশ চ্যালেঞ্জিং। মুজিববর্ষ উপলক্ষে এ ভিন্ন ধরনের আয়োজন সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। 

ট্যাগ: bdnewshour24 মুজিববর্ষ