banglanewspaper

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’র উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

মাস্ক বিতরণ উপলক্ষে ১৬ মার্চ বেলা ১১ টায় মাস্ক বিতরণ উপলক্ষে ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকা, হাত দিয়ে চোখ-মুখ স্পর্শ না করাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।

এ সময় তিনি উপজেলার হরিতকীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ৫শত ১০ জন শিক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র, সহকারী শিক্ষক জয়নুল ইসলাম, আনোয়ারা বেগম, দেখাবো আলোর পথের সদস্য রাজু, সাইদ কবির, লিটন, জাহিদ প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 করোনা করোনা ভাইরাস