banglanewspaper

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পন ও দোয়া মহফিলের মধ্যে দিয়ে মুজিবজন্মশত বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পর্ঘ অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

পরে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি হেসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ কলেজ, প্রেসক্লাব, মহিলা পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে সেখানে মুজিব জন্মশত বার্ষিকীতে মহান এ নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
 

ট্যাগ: bdnewshour24 মাগুরা