banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন না মানায়  অভিযোগে দুই প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে ৮ টায় সদর উপজেলার ব্রাহ্মণ্যকাঠিতে ওমান ফেরত প্রবাসীকে ৫ হাজার টাকা ও আলমকাঠিতে সৌদিআরব ফেরত প্রবাসাীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরীর। 

এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরীর এর নেতৃত্বে এবং জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আরিফ হাসান এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে বাংলাদেশ দণ্ডবিধির ২৬৯ ধারায় দন্ডারোপ করে ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস প্রতিরোধের এ জেলার ৭ টি  উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: bdnewshour24 পিরোজপুর