banglanewspaper

মাগুরা: মাগুরা জেলা প্রশাসনের পক্ষ হতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্তুু জেলায় সকল প্রকার সভা, সেমিনার, মিটিং, গনজমায়েত, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া জেলার সকল কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার  ও কোচিং সেন্টার গুলিকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাগুরা জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভা শেষে মাগুরার জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম এ নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন প্রদিপ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন প্রমুখ। বক্তারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

ট্যাগ: bdnewshour24 মাগুরা