banglanewspaper

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কমল মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনাটি উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া গ্রামে ঘটেছে। নিহত কমল মিয়া মিয়া মৃত কান্দর আলীর ছেলে।

সূত্র জানায়, নিহত কমল মিয়ার সাথে প্রতিবেশি দুলাল মিয়া গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত কমল মিয়ার বাড়িতে হামলা চালায় দুলাল গংরা। এতে কমল মিয়া গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে কমল মৃত্যুর কুলে ঢলে পড়ে।

কেন্দুয়া থানা ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ: bdnewshour24 কেন্দুয়া