banglanewspaper

একের পর এক ফুটবলার আক্রান্ত হচ্ছেন করোনোভাইরাসে। জুভেন্টাসের ড্যানিয়েল রুগানির পর এবার করোনার থাবায় ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ব্লেইস মাতুইদি।

গেল সপ্তাহে ইতালিয়ান ডিফান্ডার রুগানির আক্রান্তের খবর সামনে আসার পর থেকেই ক্লাবে না ফেরার সিদ্ধান্ত নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকতে মেদেইরা দ্বীপে নিজের বিলাসবহুল প্রাসাদটি বেছে নিয়েছিলেন তিনি।

করোনা থেকে বাঁচতে সিআর সেভেন সর্বোচ্চ সর্তক থাকলেও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ঘুরে বেড়াচ্ছে শপিং মলে।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৩১ হাজার জনের বেশি। এই পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫০৩ জন। অন্যদিকে পর্তুগালে ৪৪৮ জন আক্রান্ত। মারা গেছে ১ জন। তবে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগ: bdnewshour24 রোনালদো