banglanewspaper

করোনা ভাইরাসের কারণে বিশ্বে একের পর এক স্থগিত হচ্ছে প্রায় সবগুলো ক্রীড়া আসর। এই দলে যোগ হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত ঘোষণা করা হয়েছে বাংলাদেশের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর।

শনিবার (২১ মার্চ) দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ক্রিকেট আয়ারল্যান্ডের বোর্ড।

প্রসঙ্গত, আগামী মে মাসে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল।

ট্যাগ: bdnewshour24