banglanewspaper

চলে গেলেন সবার প্রিয় শিক্ষক লেখক, চলচ্চিত্র সমালোচক, সমাজবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি একাধারে একজন লেখক, চিত্র সমালোচক এবং শিক্ষাবিদ।

৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে সোমবার (২৩ মার্চ) দুপুর একটায় তিনি মারা যান। তার বড় ভাইয়ের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে বাংলা অ্যাকাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদকে ভূষিত হন।

মুনতাসির মামুন বলেন, ‘তাকে চাঁদপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।’

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুর জেলার কচুয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আশেক আলী খান এবং মায়ের নাম সুলতানা বেগম। তিনি ১৯৫০ সালে ঢাকা সরকারি মুসলিম হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৫৫ সালে  স্নাতক এবং ১৯৫৬ সালে স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

একুশে পদক বিজয়ী এই বিশিষ্ট শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ট্যাগ: bdnewshour24