banglanewspaper

করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালিতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮২০ জনে। 

এছাড়া করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪৯ জনসহ মোট আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন। 

ইতালিতে বর্তমানে ৫৪ হাজার ৩০ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে ৫০ হাজার ৬৩৭ জনের অবস্থা সাধারণ। বাকি ৩ হাজার ২০৪ জন আইসিউতে রয়েছেন। [ads[

এদিকে ইাতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে করোনা সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। প্রতিদিন জনগনকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে ভাষণ দিচ্ছেন। পাশাপাশি গোটা ইতালিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ইতালির চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ। দেশটিতে বিনামূল্যে করোনার পরীক্ষাসহ সকল সেবা প্রদান করা হচ্ছে। এছড়া স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবার খরচও সরকার বহন করে।প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেউ নিজেকে অসহায় মনে করবেন না, রাষ্ট্র সবার পাশে আছে। আজ আমরা পরস্পর দূরত্ব বজায় রাখবো, কাল আবার কাছে জড়িয়ে নেব, আজ আমরা থামবো, আগামীকাল অনেক দ্রুত এগুনোর জন্য। ঐক্যবদ্ধভাবে আমরা সফল হবোই।’

ট্যাগ: bdnewshour24