banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যােগে বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 'মাস্ক' বিতরণ করা হয়েছে। সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ারও ব্যবস্থা করা হয়।

বুধবার দুপুরে আশুলিয়ার বাইপালস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামেন রিকশা চালক, পোশাক কর্মী, ও সুবিধা বঞ্চিতদের এ মাস্ক বিতরণ করা হয়।


 
মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহীদুল্লাহ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক তুহিন আহামেদ, দপ্তর সম্পাদক মনির মন্ডল ও যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদি হাসান মিঠু, দিনকালের নজরুল ইসলাম মানিকসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

ট্যাগ: bdnewshour24 করোনা ভাইরাস