banglanewspaper

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার জুনিয়র আইনজীবী পলাশ এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সানাউল্লাহ মিয়ার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে অনেকে হাসপাতালে ছুটে যান।

শায়রুল কবির জানান জানান, সানাউল্লাহ মিয়ার মরদেহ শ্যামলীর আল মারকাজুল ইসলামীতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গোসল করানোর পর রাতেই নিয়ে যাওয়া হবে নরসিংদীর শিবপুরে। আগামীকাল সকালে সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ট্যাগ: bdnewshour24