banglanewspaper

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্য হয়েছে মোহাম্মদ বাবুল নামের আরেক প্রবাসী বাংলাদেশির। এই নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।

জানা গেছে, করোনায় মৃত্যুবরণকারী জ্যাকসন হাইটসের খাবার বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

বিশ্বের যেকোনো দেশের চেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে এখন যুক্তরাষ্ট্রে বেশি। ।দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৩শ ৯২ জন।মৃতের সংখ্যা ১ হাজার ৫শ ৪৩ জন।

ট্যাগ: bdnewshour24