banglanewspaper

করোনা ভাইরাসের কারণে বন্ধ সব ধরনের খেলা। তাই সব খেলোয়াড়কে থাকতে হচ্ছে ঘরের ভিতরে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও একই অবস্থা। বাসায় স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে ভালোবাসার মুহূর্তগুলো দারুণ কাটছে ভারতীয় অধিনায়কের।

বাড়িতে নিজেদের কাজ নিজেরাই করছে কোহলি দম্পত্তি। এমনকি চুল কাটাও! হ্যাঁ, বাইরে সেলুনে যাওয়ার উপায় নেই। স্বামীর চুলগুলো তাই যত্ন করে কেটে দিয়েছেন আনুশকা।

সেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বলিউড অভিনেত্রী। ‘নাপিত’ স্ত্রীর সেবায় ভীষণ সন্তুষ্ট কোহলি।ভারতীয় অধিনায়ক বলেন, ‘কোয়ারেন্টাইন আপনাকে এটা করে দিয়েছে, এমন কিছু বিষয় হবে আপনার, রান্নাঘরের কাঁচি দিয়ে চুল কাটার মতো। আমার স্ত্রী দারুণ এক হেয়ারকাট দিল।’

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে। তাই বাড়িতেই সময় কাটাতে হচ্ছে সবাইকে। কোহলি-আনুশকা সেই সময়টা বেশ উপভোগই করছেন তাহলে!  

ট্যাগ: bdnewshour24