banglanewspaper

করোনা ভাইরাসের প্রথম খোঁজ মিলেছিল চীনে৷ সেখানে তা ভয়াবহ আকার ধারণ করেছিল৷ চীন থেকে সেই মারণ ভাইরাস এখন বিশ্বের সিংহভাগ দেশে ছড়িয়ে পড়েছে৷ ইতালি, স্পেনের মতো দেশে তো চীনের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা৷ 

অথচ ধাক্কা সামলে উঠে চীন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে৷ উল্টে সেই চীনই এখন করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ বেচে বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে বিপুল অর্থ রোজগার করছে৷ 

তবে চীন যে সরঞ্জাম সরবরাহ করছে, তা মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

ইতালি, স্পেন, ফ্রান্সের মতো যে দেশগুলি করোনার ধাক্কায় বিপর্যস্ত, তাদেরকেই মূলত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে চীন৷ একে সাহায্য বলে দাবি করলেও আদতে চিকিৎসা উপকরণের বিনিময়ে মোটা অর্থের লেনদেন করছে বেজিং৷পাশপাশি আমেরিকা নিজে যখন করোনা নিয়ে বিপর্যস্ত, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলিকে চিকিৎসা উপকরণ পাঠিয়ে কূটনৈতিক সমীকরণেও এগিয়ে থাকতে চাইছে চীন৷

যেমন করোনায় বিধ্বস্ত স্পেনকে ৩৪৫৬ কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে চীন৷ যদিও সেই সরঞ্জামের মধ্যে থাকা অনেক কিছুই নিম্নমানের বলে অভিযোগ উঠেছে৷

গোটা বিশ্ব করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য চীনকেই কাঠগড়ায় তোলা হচ্ছে৷ কিন্তু বিশ্ব মহামারির এই সময়টাও কাজে লাগাতে চায় চীন৷ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঝেরে ফেলতে করোনা আক্রান্ত দেশগুলিতে চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকদের পাঠাচ্ছে বেজিং৷ এতে তাদের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হচ্ছে, সেরকমই দানের নামে চিকিৎসা উপকরণ পাঠিয়ে বিভিন্ন দেশের থেকে মোটা টাকা আয়ও করছে চীন সরকার৷

ট্যাগ: bdnewshour24