banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। উন্নয়নশীল ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু এবং ৪৮ জনের মত আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের জনগণ পালন করছে ১০ দিনের 'সামাজিক দূরত্ব'।

সারাদেশের ন্যায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'শিমুলিয়া নবীন সংঘ'। দেশের ক্রান্তিলগ্নে খেটে খাওয়া অসহায় ও সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

রবিবার বিকেলে আশুলিয়ার রণস্থল বটতলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসান ও সাধারন সম্পাদক সাংবাদিক তুহিন আহামেদ এর যৌথ উদ্যোগে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ। 

মাস্ক বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা  স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসেন,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য রহিম মোল্লা, শিমুলিয়া নবীন সংঘের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ইমরান হোসেন, সোহেল আরমান প্রমূখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগ: bdnewshour24