banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে হাতধোয়ার জন্য মসজিদে এবং সুবিধাবি তদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সোমবার (৩০ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর পল্লীসমাজের ৩০টি পরিবারের মাঝে এ সাবান দেয়া হয়। এছাড়া এ এলাকার মসজিদে মুসল্লিদের জন্য পাঁচটি সাবান দেয়া হয়। 

এদিকে এসব পরিবারের মাঝে মাস্কও দেয়া হয়েছে। এ সময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠসংগঠক লিপি বিশ্বাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।  

কালিয়া পৌরসভার সীতারামপুর পল্লীসমাজের সুবিধাবি ত মানুষেরা করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে সাবান পেয়ে খুশি হন। 

ট্যাগ: bdnewshour24