banglanewspaper

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।’জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশবাসী আশ্বস্ত হয়েছে। আমরা বলতে চাচ্ছি, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করছি। হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। সরকারি হাসপাতালে ৫০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। ৩০০ আনা হচ্ছে। হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’

ট্যাগ: bdnewshour24