banglanewspaper

সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আগামীকাল থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী। বুধবার (১ এপ্রিল) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সারাদেশে কাজ করবে সেনাবাহিনী। সেই সঙ্গে সরকারের ঘোষিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সাধারণ ছুটি ঘোষণার পর বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে কাজ শুরু করেছে সেনাবাহিনী।

ট্যাগ: bdnewshour24