banglanewspaper

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি মারা গেলেন। ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিস মরণ ব্যাধি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়লেন। ক্লাবটি একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মৃত্যুকালে হগকিসের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ল্যাঙ্কাশায়ারের বোর্ডের বিভিন্ন পদে দীর্ঘ ২২ বছর ছিলেন। ২০১৭ সালে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও কোষাধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্লাবটি।

ক্লাবটির ভাষ্যমতে, ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের সবাই ডেভিড হগকিসকে ভালবাসতেন এবং পুরো ক্রিকেট বিশ্বে তিনি জনপ্রিয় ছিলেন।

কয়েক বছর ধরেই নানা ধরনের রোগে ভুগছিলেন তিনি। কিছু দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ট্যাগ: bdnewshour24