banglanewspaper

বন্দর নগরী চট্টগ্রামে এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওই রোগীকে চট্টগ্রামে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (৩ এপ্রিল) নগরীর ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। 

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনা ভাইরাসে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৬৭ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগতেছেন। তবে বিদেশ ফেরতের তার কোনো রেকর্ড নাই। উনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন এই বিষয়টি বের করা হচ্ছে।  

শনাক্ত হওয়ার ব্যক্তির বাড়ি লকডাউন করার জন্য থানায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান ডা. হাসান শাহরিয়ার কবির। 

উল্লেখ্য, শুক্রবার মোট ৩৩ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিলো সেখানেই এই প্রথম একজন পজেটিভ এসেছে।

ট্যাগ: bdnewshour24