banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রাতিষ্ঠানিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আছে এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে থাকবে। আপনাদের এবং পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি।"

ট্যাগ: bdnewshour24