banglanewspaper

এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি: নোবেল করোনা ভাইরাস কোভিট-১৯ প্রতিরোধে নরসিংদীতে পুলিশ ও র‍্যাবের যৌথ টহল দেওয়া হয়েছে।

নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে যৌথ টহল দিয়েছে জেলা পুলিশ নরসিংদী ও র‍্যাব-১১। এসময় র‍্যাব-১১ এর সিও, সিনিয়র সহকারী পরিচালক এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শনিবার (০৪ এপ্রিল) নরসিংদী শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব ১১ ও নরসিংদী জেলা পুলিশ কর্তৃক এ টহল দেয়া হয়। 

এ সময় মাইকিং করে গণজমায়েত রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলকে আহবান জানানো হয়।

ট্যাগ: bdnewshour24