banglanewspaper

করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে ৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ৪ হাজার ১৫৯ জন। 

আক্রান্তের সংখ্যায় দেশটি ছাড়িয়ে গেছে সবাইকেই। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৩১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৭৭ জন। 

এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩ লাখ ৯ হাজার ৮০ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ৩৭৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৮ হাজার ৭০২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ১৫৯ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ১৮ জন। এছাড়া নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ১৮ বছর বয়সের নিচে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য আরও রোগ ছিল।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন। এদিকে চীন থেকে জরুরি মেডিকেল সরঞ্জাম পৌঁছেছে যুক্তরাষ্ট্র্রে। খবর বিবিসি, এএফপি। 

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪২৪ জন। 

ট্যাগ: bdnewshour24