banglanewspaper

করোনাভাইরাসে সৃষ্ট সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা অনুদান প্রদান করেছে।

রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই অনুদান গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানগুলো হলো: নৌ পরিবহন মন্ত্রণালয়, মংলা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, পানি সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগ্রণী ব্যাংক, সরকারি ব্যাংক সমূহ, পিএইচপি ফ্যামিলি, মেঘনা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, যমুনা গ্রুপ, রূপায়ন গ্রুপ, কৃষিবিদ ইন্সটিটিউশন অব বাংলাদেশ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, মিডল্যান্ড পাওয়ার লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ইডকল প্রো ফোরাম লিমিটেড, ড্রিম হলিডে পার্ক নরসিংদী, ডায়মন্ড ওয়ার্ল্ড, মাধবদী ড্রাইং লিমিটেড, কেসিজে এন্ড অ্যাসোসিয়েশন লিমিটেড, ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রাকো, ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, সৎসঙ্গ বাংলাদেশ, বায়রা, কারা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বেসিক বিল্ডার্স লিমিটেড, বেপজা, সরকারি তিতুমীর কলেজ, এ এম গ্রুপ, ওয়াটার ট্রান্সপোর্ট সেল, বিজিএমইএ, ফ্রেস গ্রুপ, বিকেএমইএ, সিটি গ্রুপ, এফবিসিসিআই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

ট্যাগ: bdnewshour24