banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট করেসপন্ডেন্ট: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিরোধে সচেতনতায় বাগেরহাটের মোড়েলগঞ্জে কর্মহীন দুস্থ্য অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে বাগেরহাট-৪, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন বলেছেন, করোনা প্রতিরোধে সচেতনতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে সকলে নিজ নিজ গৃহে অবস্থান করি। প্রয়োজনীয় কাজে সামাজিক দুরাত্ব বজায় রেখে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকলে নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করি।

সোমবার সকাল ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে করোনায় কর্মহীন দুস্থ্য-অসহায় ২৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 

এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। 

ট্যাগ: bdnewshour24