banglanewspaper

করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ বছরের শিরোপাখরা কাটানোর পথেই ছিল লিভারপুর। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে ছিল তারা। মৌসুমের বাকি ম্যাচ যদি আর মাঠে নাও গড়ায় তারপরও শিরোপা জিতবে অলরেডরা।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন জানান, লিভারপুলের শিরোপাবঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই। খেলা শুরু হলে তাদের শিরোপা জয় প্রায় নিশ্চিত।তিনি আরও বলেন, খেলা আর না হলে আমাদের অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। মাঠে হোক বা টেবিলে, সমাধান যাই হোক না কেন, শিরোপা লিভারপুই পাবে।

ট্যাগ: bdnewshour24