banglanewspaper

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। এখন দেশে সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ জন এবং মহিলা ২৫ জন।’ 

নতুন আাক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘১০ বছরের নিচে ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৬ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন এবং ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন ৩ জন।’জেলা পর্যায়ে কিংবা এলাকাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন ৩৭ জন। এছাড়া নারায়ণগঞ্জে ১৬ জন এবং অন্যান্যরা দেশের বিভিন্ন জেলায় সংক্রমিত হয়েছেন। ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ যাত্রাবাড়ীতে রয়েছে ৫ জন।’ 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের রোগীর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন। এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের মধ্যে ৩০-৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে ২ জন, ৭০-৮০ বছর বয়সের মধ্যে ১ জন এবং আরেকজন ৯০ বছর বয়সী। যে ৬ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা শহরে, ২ জন নারায়ণগঞ্জে এবং একজন পটুয়াখালী জেলায়।’ 

গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত তিন-চার দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে এই কদিনে আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হননি।

ট্যাগ: bdnewshour24