banglanewspaper

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে রাজধানী ঢাকায় আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যাত্রাবাড়ীতে সর্বোচ্চ ৫ জন। এ নিয়ে ঢাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো প্রায় ২৩৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে ১৬ জন আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। এখন দেশে সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ জন এবং মহিলা ২৫ জন।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার আইইসিডিআরের নিয়মিত বুলেটিনে ঢাকায় ৬২ জন ও নারায়নগঞ্জে ১৩ জন আক্রান্তের কথা জানানো হয়েছিল। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জন হয়েছে।

নতুন আাক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘১০ বছরের নিচে ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৬ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন এবং ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন ৩ জন।’একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের রোগীর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন। এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের মধ্যে ৩০-৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে ২ জন, ৭০-৮০ বছর বয়সের মধ্যে ১ জন এবং আরেকজন ৯০ বছর বয়সী। যে ৬ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা শহরে, ২ জন নারায়ণগঞ্জে এবং একজন পটুয়াখালী জেলায়।’ 

বুলেটিনের শুরুতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার পরীক্ষা হয়েছে ১১৮৪টি। এ পর্যন্ত আমরা মোট ৭ হাজার ৩৫৯টি পরীক্ষা করতে পেরেছি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২৯৭টি। অর্থাৎ তার আগের দিনের চেয়ে চেয়ে ২৭৯টি এবং ৩১ শতাংশ নমুনা সংগ্রহ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বেড়েছে ২০০টি, অর্থাৎ এই বৃদ্ধির হার ১৮ পার্সেন্ট।’

ডা, সানিয়া বলেন, ‘১ লক্ষ ২০ হাজার ৬৬০ টি নতুন পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা হয়েছে। বিতরণ হয়েছে ৪১ হাজার ৬২টি। মজুদ ৭৯ হাজার ১৪০টি বেড়েছে। বর্তমানে মোট মজুদের পরিমাণ ৪ লক্ষ ৯৮ হাজার ৭২। যেখানই যেখানে প্রয়োজন হচ্ছে আমরা পিপিই পাঠাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এন৯৫ মাস্ক নিয়ে। এই মাস্ক সংগ্রহ করতে আমরা শেষ চেষ্টা করে যাচ্ছি। যেখান থেকে যতখানিক পারি আমরা সংগ্রহ করছি। এবং যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি সেখানে আমরা বিতরণ করে যাচ্ছি। 

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ সনাক্তকরণে আমরা এখন পর্যন্ত ৯২ হাজার কিট সংগ্রহ করেছি। বর্তমানে আমাদের কাছে মজুদ আছে ৭১ হাজার কিট।’ 

বাংলাদেশে গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত তিন-চার দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে এই কদিনে আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হননি।

এদিকে করোনার বিস্তার ঠেকাতে সারা দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে করোনার বিস্তার রোধে দেশে চতুর্থবারের মতো বাড়ানো হলো সাধারণ ছুটি। শুক্রবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে এমন ইঙ্গিতই দিয়েছেন। 

ট্যাগ: bdnewshour24