banglanewspaper

করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি হওয়ায় দেশের সব তৈরি পোশাক কারাখানাও এই তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা বলেন, এই বন্ধের সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ বা বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে জানাতে হবে।

ট্যাগ: bdnewshour24