banglanewspaper

চট্টগ্রামে আরও দুই জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা দাঁড়াল ৭ জন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) এ ৭৩ জনের নুমনা সংগ্রহ করা হয়েছে এবং বৃহস্পতিবার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। মোট ৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে রাতে। এর মধ্যে দুইজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। দুজনই পুরুষ। একজনের বয়স ৩৫, আরেকজনের বয়স ৫০। 

এর আগে, ৩ এপ্রিল (শুক্রবার) ও ৫ এপ্রিল (রবিবার) চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দুইজনই সম্পর্কে বাবা-ছেলে। দুইজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এরপর ৮ এপ্রিল  বুধবার আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। পাঁচজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগ: bdnewshour24