banglanewspaper

চীনের উহান থেকে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়। তারও তিন মাস পার হয়েছে। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দৃশ্যমান নয়। ইতোমধ্যেই করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। এরই মধ্যে ব্রিটেনে অব্স্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিনদিন অবস্থা আরও অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৮০ জন। যা একদিনে এ যাবৎ সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫৮ জন।  
 
এদিকে আক্রান্তের সংখ্যায় ব্রিটেন ৭ নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪৪ জন। 
 
এছাড়া ব্রিটেনে বর্তমানে ৬৪ হাজার ৪৫৬ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৬২ হাজার ৮৯৭ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১ হাজার ৫৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।
 
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে তিন মাস আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দৃশ্যমান নয়। ইতোমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। শুধু গত ২৪ ঘণ্টায়ই বিশ্বজুড়ে এতে ৭ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৬৯৬ জন।

ট্যাগ: bdnewshour24