banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতলের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কক্ষটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা এমপির উদ্যোগে সদর হাসপাতালে জীবাণুনাশক এ মেশিন স্থাপন করা হয়েছে। ডাক্তার, নার্স, রোগিসহ আগতরা হাসপাতালে প্রবেশের আগে এ কক্ষে যাবেন এবং করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখবে।  

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে এই কক্ষে সচেতনমূলক বিভিন্ন ধরণের কথা লেখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘আপনি বাঁচলে দেশ বাঁচবে’, ‘নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন’, ‘শারীরিক দুরত্ব বজায় চলুন...।’ 

ট্যাগ: bdnewshour24