banglanewspaper

নওগাঁ প্রতিনিধি : ভয়াবহ রুপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস থেকেরক্ষা পেতে ঘরবন্দি হয়ে আছে মানুষ। প্রশাসনের তরফ থেকে করোনা মোকাবেলায় সচেতনতামুলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। করোনায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। খেটে খাওয়া মানুষ এখন নিরুপায় হয়ে হাত গুটিয়ে বাড়িতে বসে আছেন।

এসব মানুষের পশে দাড়িয়েছে নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী।

রবিবার (১২ এপ্রিল) বদলগাছী উপজেলায় মৌসুমী’র উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।

মৌসুমী’র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন বদলগাছি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম ছোলা ও ১টি সাবান। আয়োজকরা জানান নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, মৌসুমীর বদলগাছী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী সুমন কুমার ঘোষ, শাখা ব্যবস্থাপক সামউল ইসলাম, হিসাব রক্ষক শারমিন সুলতানা প্রমুখ।

ট্যাগ: bdnewshour24