banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে করোনাভাইরাস পীড়িত অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সারাবিশ্ব আজ করোনা আতঙ্কে আতংকিত। দিন দিন  মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। তাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তশালী ও বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে মানবতার সেবায়।

তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ এর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গফুর খাঁন, সাংগঠনিক সম্পাদক সুনির্মল ঘোষ, প্রচার সম্পাদক আমিনুর রহমান রবিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক নিশারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠন কুমার, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমখ। 

ট্যাগ: bdnewshour24