banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কানাইখালী মাঠে কাঁচাবাজারের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলা সদরের নীচাবাজারের প্রধান কাঁচাবাজার এই মাঠে স্থানান্তর করা হয়েছে।

কাঁচাবাজার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

উল্লেখ্য নাটোর পৌরসভা পরিচালিত কানাইখালি মাঠে দুই শতাধিক খুচরা শাক-সব্জি ও মাছ ব্যবসায়ী তাদের ব্যবসায় শুরু করেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নীচাবাজারে কাঁচাবাজারের কার্যক্রম স্থগিত থাকবে।

ট্যাগ: bdnewshour24