banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে লকডাউনে থাকা সদর উপজেলার আউড়িয়া গ্রামের কর্মহীন অসহায় ৭টি পরিবারের মাঝে রাতের আধারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ খাদ্যসামগ্রী প্রতিটি ঘরে পৌঁছে দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার এসআই মাসুদুর রহমান, এএসআই আসলাম ও জেলা বিশেষ শাখার পুলিশ সদস্য নজরুল ইসলাম।  

পুলিশ সুপারের দেয়া চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন ৭টি পরিবারের সদস্যরা। 

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, করোনাভাইরাসের কঠিন সময়ে আমরা গণমানুষের পাশে আছি। সাধ্যমত সাহায্য-সহযোগিতার চেষ্টা করছি। ইতোমধ্যে জেলা পুলিশের ফেসবুক আইডিতে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার আহবান জানিয়ে বার্তা প্রেরণ করেছি। এই চলামান পরিস্থিতিতে যাদের বাসায় খাবার নেই, তারা নিঃসংকোচে নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুমের মোবাইল ফোন নাম্বারে অথবা এসএমএস-এ জানাতে পারবেন।

এরই ধারাবাহিকতায় লকডাউনে থাকা সদর উপজেলার আউড়িয়া গ্রামের কর্মহীন অসহায় ৭টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

ট্যাগ: bdnewshour24