banglanewspaper

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনেট এই ভূকম্পন অনুভূত হয় বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ভারতের আইজল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল। এটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিল। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে একই সময়ে ভূমিকম্প হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ট্যাগ: bdnewshour24