banglanewspaper

দেশে চলমান মহামারি করোনা ভাইরাসে লকডাউনে পড়া ৯৫ দশমিক ৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। 

শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্যিক সংস্থাটি। 

ওই বার্তায় বলা হয়েছে, তৈরি পোশাক খাতের (বিজিএমইএর অধীন কারখানাগুলোর) মোট ২৪ লাখ ৭২ হাজার ৪২১৭ জন শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় ২ হাজার ৭১টি কারখানা (৯১ দশমিক ০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। 

এর আগে গত দু-তিনদিন ধরে লকডাউন ভেঙে পাওনা বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধের আশ্বাস দেন। 

রুবানা হক এক বিবৃতিতে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সব শ্রমিকের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা আস্থা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেয়া হবে।’

ট্যাগ: bdnewshour24