banglanewspaper

প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ধূমপান ও ক্ষতিকর পানীয় পান ত্যাগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৭ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই- যারা ধূমপায়ী আছেন, ধূমপান ত্যান করেন। কারণ ধূমপান কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায়। আপনারা এই ঝুঁকিটা সহজেই ত্যাগ করতে পারেন। আপনারা ধূমপান ত্যাগ করে সহজেই নিজেদেরকে ঝুঁকিমুক্ত রাখতে পারেন।’

ডা. সুলতানা বলেন, ‘যারা ধূমপান করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ধূমপান ত্যাগ করেন এবং যেকোনও ধরনের পানীয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা এসব পানীয় পান করা ত্যাগ করেন।’

এসময় তিনি খ্যাদ্যাভাসে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলবেন। ভিটামিন সি সমৃদ্ধ, জিংক সমৃদ্ধ খাবার যেগুলো আছে টাটকা ফল এবং শাক-সবজি আপনাদের খাবারের তালিকায় রাখবেন। বাসি খাবার খাবেন না। তেল-চর্বিযুক্ত খাবার খাবেন না।’

এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ৪৯৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯, এ পর্যন্ত মোট ১৩১ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৪০ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জন এবং প্রথম আক্রান্তের পর ৫০ দিনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৯১৩ জনে।

ট্যাগ: bdnewshour24