banglanewspaper

তার মৃত্যুতে একদিকে যেমন শোকের ছায়া ভারতের চলচ্চিত্র জগতে, তেমনই হলিউডও জানিয়েছে এই প্রতিভাবান অভিনেতাকে তার কুর্নিশ। অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান লিখেছেন, ‘ইরফানের পরিবারের প্রতি ভালোবাসা রইল...’। ন্যাটালি পোর্টম্যানের সঙ্গে ইরফানকে দেখা গিয়েছিল মীরা নায়ারের ছবি নিউইয়র্ক আই লাভ ইউ’তে।

শোক প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলিও। এক সাক্ষাত্‍কারে অ্যাঞ্জেলিনা বলেছেন, ‘ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার মাইটি হার্ট ছবিতে। শিল্পী হিসেবে তাকে আলাদা করত তার ঔদার্য। যে কোনও দৃশ্যে তাকে অভিনয় করতে দেখা এক দারুণ অভিজ্ঞতা। তার কমিটমেন্টের ইনটেনসিটি এবং তার হাসি মুখ কখনও ভোলার নয়। আমি এই দুঃসময়ে ওর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি।’

তার মৃত্যুতে শোকবার্তা ট্যুইট করেছেন জুরাসিক ওয়ার্ল্ডের সহ অভিনেতা ক্রিস প্র্যাটও। তালিকায় রয়েছেন স্লামডগ মিলিওনেয়ারের পরিচালক, ড্যানি বয়েল। তিনি বলেন, ‘স্লামডগ মিলিওনেয়ার তৈরিতে এক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইরফান। অসাধারণ অভিনেতা ছিলেন। যদিও কাগজে কলমে তার চরিত্র দীর্ঘ ছিল না, কিন্তু অসামান্য দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন।

ইনস্টাগ্রামে শোক জানিয়েছেন অভিনেত্রী সালমা হায়েকও। ইরফানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইরফানের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। ওর বড় ভক্ত ছিলাম। তার সঙ্গে দেখা করারও সৌভাগ্য হয়েছিল আমার। দুরন্ত অভিনেতা এবং একজন অসাধারণ মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করি।’

ট্যাগ: bdnewshour24