banglanewspaper

আলফাজ সরকার, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় ভিয়েলাটেক্স গ্ৰুপের ভিয়েলাটেক্স স্পিনিং কারখানায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭়টি ইউনিট ১৭ ঘন্টার চেষ্টায় সকাল সোয়া ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

২ মে শনিবার সকালে এমন তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারি পরিচালক মো.মামুনুর রশিদ। এর আগে, শুক্রবার দুপুর সোয়া একটায় ওই কারখানায়  আগুনের সূত্রপাত ঘটে।

কারখানার শ্রমিক ও স্থানীয়দের দেয়া তথ্য মতে়, দুপুর সোয়া একটার দিকে় কারখানার টিনশেড তুলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কাছে গিয়ে আগুনের বিষয়টি বুঝতে পেয়ে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। গুদামে তুলা থাকায় ক্রমেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে শ্রীপুর,গাজীপুর, টঙ্গী ও ভালুকা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। শনিবার সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গত বছর একই গুদামে আগুন লেগেছিল জানিয়ে কারখানার একাধিক শ্রমিক বলেন, টিনশেড ঘরটিতে প্রচুর তুলা সংরক্ষিত ছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তুলার মধ্যে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ বেশ কঠিন। দীর্ঘ সময় ধরে তুলায় লাগা আগুন জ্বলতে থাকে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদের সাথে মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারি পরিচালক মো.মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সাথে সাথেই শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর, টঙ্গীর ও পাশ্ববর্তী ভালুকাসহ ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট ১৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় হতাহতের খবর ও  ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলেও জানান তিনি।

ট্যাগ: bdnewshour24