banglanewspaper

করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে সারা বিশ্বের উপরে। তাই বাড়িতেই বন্দি অবস্থায় রয়েছেন প্রত্যেকে। তারকারাও বাদ নেই। আর এই ঘরবন্দি অবস্থায় দুই সন্তানকে সামাল দিতে ঘাম ছুটছে অভিনেত্রী সামীরা রেড্ডির। এক অনলাইন সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেত্রী।

সামীরার মেয়ে নাইরার বয়স ৯ মাস আর ছেলে হংস-এর বয়স পাঁচ বছর। সারাদিন এই দুই সন্তানের পিছনেই কেটে যায় সমীরার। আর লকডাউনে বাড়িতে পুরো সময়টাই খুদেদেরই দিতে হচ্ছে তাকে। তবে লকডাউন তার জন্য আলাদা কিছু নয়। এমনই জানিয়েছেন সামীরা। 

কারণ তার ঘরবন্দি থাকার অভিজ্ঞতা রয়েছে। কারণ প্রথমবার মা হওয়ার পরে নাকি দেড় বছর অবসাদে দিন কাটিয়েছেন সমীরা। সেই সময়ে নিজেকে ঘরবন্দি করে রাখতেন।

সামীরা প্রায়ই সন্তানদের নিয়ে নানা ভিডিও করেন। লকডাউনেও সেই ভিডিওগুলি ভাইরাল হয়। কিন্তু একটা সময়ে সন্তান হওয়ার পরেই অবসাদে চলে গিয়েছিলেন তিনি। এবিষয়ে সামীরা বলছেন, আমার সবচেয়ে অন্ধকারময় সময় ছিল প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার পরের দিনগুলো। সেটাকে আপনি প্রসব পরবর্তী সমস্যাও বলতে পারেন অথবা অবসাদ। ভয়ঙ্কর দিন কাটিয়েছিল সেই সময়ে আমি। নিজেরে গৃহবন্দি করে রেখেছিলাম টানা দেড় বছর।

আর এই জন্যই বর্তমান লতকডাউনে কোনও সমস্যা হচ্ছে না সামীরার। তিনি বলছেন, এই লকডাউনকে দু ভাবে দেখা যেতে পারে। আপনি ভাবতে পারেন এইটা সবচেয়ে খারাপ সময়। আবার এও ভাবতে পারেন, এই সময়টা নিজের জন্য অনেক কিছু করা যায়। আর এই সময়ে নিজের স্বামীর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন যা বিয়ের পরে কখনও সম্ভব হয়নি।

ট্যাগ: bdnewshour24