banglanewspaper

চলছে সিয়াম সাধনার মাস, মুক্তির মাস পবিত্র রমজান। ফলে রোজা রাখছে বিশ্ব মুসলিম উম্মাহ। সবাই সঠিকভাবে রোজা পালন করতে চায়। অনেকে কিছু ভুল করে থাকেন আর মনে করে রোজা ভেঙে গেছে, ফলে তিনি পুনরায় ইচ্ছে করেই রোজা ভেঙে ফেলেন।

কিন্তু তিনি জানেন না প্রথম ভুলের কারণে তার রোজা ভঙ্গ হয়নি। আসুন আমরা জেনে নেই- কি করলে বা কোন কোন ভুলে রোজা ভঙ্গ হয়ে যায় না-

১. ভুলবশত কোনো কিছু খাওয়া

২. ভুলবশত কোনো কিছু পান করা

৩. ভুলবশত স্ত্রী সহবাস করা

৪. নিদ্রায় স্বপ্নদোষ হওয়া

৫. স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করায় বীর্যস্খলন ঘটা

৬. তৈল ব্যবহার করা

৭. শিঙ্গা গ্রহণ করা

৮. সুরমা ব্যবহার করা

৯. চুমু খাওয়া

১০. অনিচ্ছায় বমি হওয়া।

এছাড়াও কিছু বিষয়ে উল্লেখ করা হয়েছে-

১১. মিসওয়াক করা। যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুষ্ক।

১২. গরম বা পিপাসার কারণে গোসল কিংবা বারবার কুলি করা।

১৩. অনিচ্ছাবশত গলার মধ্যে অখাদ্য বস্তু চলে যাওয়া। যেমন ধোঁয়া, ধুলাবালি কিংবা মশা-মাছি ইত্যাদি।

১৪. মুখে থুথু আসলে গিলে ফেলা।

১৫. ইনজেকশন নেয়া।

১৬. রোজা অবস্থায় দাঁত উঠালে; শর্ত হলো কণ্ঠনালীর ভিতর রক্ত না যাওয়া।

১৭. শুধু নজরের কারণে বীর্যপাত হওয়া।

১৮. রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে কিংবা বের হলে।

১৯. সাপ ইত্যাদি দংশন করলে।

ট্যাগ: bdnewshour24