banglanewspaper

লাইবেরিয়ায় খনি ঘসে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী মিলিয়াস শেরিফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। 

মিলিয়াস শেরিফ বলেন, ‘খনি ধসে অন্তত ৫০ জন মারা গেছেন। সেখানে কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটা সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।’

খনিজ সম্পদে সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় খনি ধস একটি মামুলি ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধের পর ইবোলা মহামারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। 

দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র মুখপাত্র স্মিথ তোবে দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও কতজন মারা গেছেন সেটি জানাননি। 

তিনি বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই সেখানে ঠিক কতজন মারা গেছেন। অনেকে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। আবারও অনেকে বলছে এ সংখ্যা আরও বেশি হতে পারে।’

ইতোমধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

ট্যাগ: bdnewshour24